বান্ধবীকে কোটি টাকার উপহার দিলেন রোনালদো

বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ৩০তম জন্মদিনে ডায়মন্ডখচিত একটি ঘড়ি উপহার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দীর্ঘ সময়ের এই সহযাত্রীর বিশেষ দিনটাকে রাঙিয়ে তুলতেই কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দাবি জর্জিনাকে উপহার হিসেবে দেওয়া সেই ঘড়ির দাম ১ লাখ ইউরো তথা ১ কোটি ১৯ লাখ টাকা। 

গত ২৭ জানুয়ারি নতুন বছরে পা দিয়েছেন জর্জিনা। নিজের বিশেষ এ সময়টা মালদ্বীপে কাটাচ্ছেন রোনালদোর বান্ধবী জর্জিনা। সেখানে তার পাশে নেই রোনালদো। ভিডিও কলে জর্জিনাকে শুভেচ্ছা জানান সৌদি আরবের ক্লাব আল নাসরের তারকা। 

মালদ্বীপে ঘুরে বেড়ানো ও প্রিয়জনের শুভেচ্ছার মুহূর্তগুলো শেয়ার দিয়ে জর্জিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘আমি ধন্য, ৩০তম বর্ষে খুশি।’

LEAVE A REPLY