ভাইরাল ডিপফেক ভিডিও : উদ্বেগ প্রকাশ করলেন কৃতি শ্যানন

কৃতি শ্যানন

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শহীদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই জুটি। সিনেমায় সিফরা নামের একটি রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। আর এই রোবটের প্রেমে পাগল বিজ্ঞানী শহীদ কাপুর।

সম্প্রতি সিনেমাটির প্রচারে গিয়ে ডিপফেক ভিডিও নিয়ে কথা বলেছেন শহীদ কাপুর।

ËIGvwv
শহীদ কাপুর

ডিপফেক প্রযুক্তি বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও, এআই এর অপব্যবহার বলে মনে করছেন এই অভিনেতা। তিনি বলেন,  ‘মানুষের তৈরি এবং ঈশ্বরের তৈরির মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ নিজেই এসব সমস্যা তৈরি করে এআই-এর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।

আমরা সামাজিক মাধ্যমে এমন এমন জিনিস তুলে ধরছি, যা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তারপর একজন ব্যক্তিকে হতাশার দিকে নিয়ে যাই। মানুষের তৈরি এবং ঈশ্বরের তৈরির মধ্যে পার্থক্য রয়েছে এটা আমরা আমাদের ছবিতে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছি।’

IvËwvIAv
কৃতি শ্যানন

এই ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে কৃতি বলেন, ‘ছবিতে আমি রোবটের চরিত্রে অভিনয় করলেও আমার চরিত্রটা মজার।

আর এটা খুব সুন্দর এক প্রেমকাহিনি। তবে এআই-এর অপব্যবহার এটা উদ্বেগের কারণ। ডিপফেক ভিডিও তৈরি না করে এটা মডিফাইড করে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারি।’ 

Ëvwv
‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার পোস্টার 

সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন অমিত যোশি আর আরাধনা শাহর। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান, জ্যোতি দেশপান্ডে এবং লক্ষ্মণ উতেকর।

এতে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রও রয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস 

LEAVE A REPLY