নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে তাঁর নিজ প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে সেগুনের প্রাসাদে এই ঘটনা ঘটেছে। এই হামলার সঙ্গে জড়িত বন্দুকধারী কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, তা স্পষ্ট নয়।
বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। রাজা আরেমু হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য বলে আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।
তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়েছে, একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে সেখানে।
সুশীল সমাজের ৫০টি সংগঠন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গত বছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে। নাইজেরিয়া শত শত ঐতিহ্যবাহী শাসকের আবাসস্থল।
যাদের কোনো সাংবিধানিক ভূমিকা নেই, কিন্তু সম্প্রদায়ের সদস্যরা তাদের সম্মান করেন। তাদের প্রায়ই স্থানীয় জনগণের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
সূত্র : বিবিসি