‘ম্যান সিটিতে অখুশি হালান্ড’- স্প্যানিশ গণমাধ্যমের অভিযোগের জবাব গার্দিওলার

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটিতে খুশি নন আর্লিং হালান্ড; এমন খবর প্রকাশ করেছে স্পেনের বেশ কয়েকটি গণমাধ্যম। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিটিজেন বস পেপ গার্দিওলা। তাঁর মতে, সিটিতে সুখেই আছেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

আর্লিং হালান্ডকে দলে পেতে অনেক আগেই আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ।

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কথা-বার্তা অনেকটা এগিয়ে যাওয়ায় হালান্ডের দিক থেকে চোখ সরিয়ে নিয়েছিল রিয়াল। কিন্তু এমবাপ্পেকে না পাওয়ায় এখন নাকি হালান্ডের ওপর চোখ রাখছে স্পেনের ক্লাবটি। গত মৌসুমে ৫২ গোল করেও ব্যালন ডি’র ও ফিফা বেস্টের পুরস্কার জেতা হয়নি হালান্ডের। স্প্যানিশ গণমাধ্যম বলছে, ব্যক্তিগত পুরস্কার জিততে হালান্ডকে যোগ দিতে হবে রিয়াল মাদ্রিদে।

লস ব্লাংকোরাও নাকি হালান্ডকে দলে ভেড়াতে প্রস্তাব দিতে চলেছে।

এমন গুঞ্জনের মধ্যেই মুখ খুলেছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচ বলেছেন,‘আপনাদের উচিত মাদ্রিদের সংবাদমাধ্যমকে জিজ্ঞাসা করা। মনে হয়, আমাদের চেয়েও তাদের কাছে বেশি খবর আছে।

সে অখুশি এমনটা কখনো আমাদের মনে হয়নি। হ্যাঁ, সে অখুশি ছিল কিন্তু খেলতে পারেনি। ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে ছিল। মনে হয়, স্পেনের বিশেষ করে মাদ্রিদের মিডিয়ার কাছে বেশি তথ্য আছে। মানুষ কি বলছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে এখানে খুশি।

যখন সে অখুশি থাকবে তখন তাঁর সিদ্ধান্ত নেবে।’

চোট কাটিয়ে গত বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন হালান্ড। মিস করেছেন দশটি ম্যাচ। গার্দিওলা বলেছেন,‘সে ২৫ মিনিট খেলেছে। মাঠে তাঁর প্রতিটা প্রদক্ষেপ সবাই দেখেছে, আমি জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ন। আমরা চেষ্টা করি সব স্ট্রাইকারকে খুশি রাখতে, বিশেষ করে তাকে (হালান্ড)।’

LEAVE A REPLY