ছবি: সংগৃহীত
চিলির ভালপারাইসো অঞ্চলে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ এই সংখ্যা নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এবং বলেছেন পরিস্থিতি মোকাবেলায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানলের মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে একটি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের আহ্বান জানিয়েছে। একই বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিসিন ছাত্রদেরও নিয়োগ করা হবে। এদিকে উদ্ধার পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত এক হাজার বসতভিটা পুড়ে গেছে।
ওই অঞ্চলের কোনো কোনো জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে বলেও জানা গেছে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বোরিকও বলেন, ‘পরিস্থিতি সত্যিই ভয়াবহ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সেনা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। তা ছাড়া জরুরি পরিস্থিতিতে উদ্ধারকর্মীদের সহায়তার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি।
চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকতে বলেছে। এল অলিভারের এলাকার ৬১ বছর বয়সী এক স্থানীয় এ ঘটনাকে নরক বলে অভিহিত করেছেন। এএফপি বার্তা সংস্থার সঙ্গে কথা বলার সময় রদ্রিগো পুলগার বলেছিলেন, তিনি তাঁর প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন কিন্তু একটু পরেই বুঝতে পেরেছিলেন যে, তাঁর নিজের বাড়িটি জ্বলতে শুরু করেছে।
তিনি তখন বলেন, ‘আমাদের ওপর তখন ছাই বৃষ্টি হচ্ছিল।’
আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার(৩ ফেব্রুয়ারি) ভিনা দেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনাতে কারফিউ জারি করা হয়েছিল। গতকাল ( ৪ ফেব্রুয়ারি) প্রায় এক হাজার ৪০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন। জরুরী পরিষেবার পাশাপাশি সামরিক কর্মীদের মোতায়েন করা হয়েছে এবং আগুনের লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র: বিবিসি