২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে, ফাইনাল নিউ ইয়র্কে

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। আর ১৯ জুলাই বৈশ্বিক আসরের ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠের ধারণ ক্ষমতা ৮২ হাজার ৫০০।

আজ (সোমবার) বিশ্বকাপের শিডিউল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেসব জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

১৯৭০ এবং ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল মেক্সিকোর এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল। এই মাঠেই আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে  ঐতিহাসিক ‘হ্যান্ড অব গোল’ এবং ‘গোল অব দি সেঞ্চুরি’ খ্যাত দুটি গোল করেছিলেন।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টা শহরে।

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শহরে। আসছে বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮টি  নিয়ে আয়োজিত হচ্ছে।

৩৯ দিনের এই আসরে ১০৪টি ম্যাচ হবে তিনটি আলাদা দেশে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস এঞ্জেলসে হবে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ, একই দিন টরোন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা।

দেশটির ডালাস শহরে হবে ৯টি ম্যাচ। 

LEAVE A REPLY