ডাবল সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস রাচিন রবীন্দ্রর

সংগৃহীত ছবি

১১৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা রাচিন রবীন্দ্র থেমেছেন ২৪০ রানের ইনিংস খেলে। ক্যারিয়ারে প্রথমবার শতক করেই তা দ্বিশতকে পরিণত করেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬৬ বল খেলে ২৬ চার ও ৩ ছক্কায় ইনিংস সাজিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম টেস্ট শতককে দ্বিশতকে রূপ দেওয়া ব্যাটার রাচিন।

এর আগে ১৯৪৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০৬ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন ডনেলি। ২০২১ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২০০ রান করেছিলেন ডেভন কনওয়ে।

প্রায় দুই বছর পর এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন রাচিন। আগের খেলা তিন টেস্টে তাঁর রান ছিল মোটে ৭৩, সর্বোচ্চ ছিল ১৮।

সেখান থেকেই রাচিনের সর্বোচ্চ এখন ২৪০। 

আগের দিন কেইন উইলিয়ামসনের সঙ্গে অবিচ্ছিন্ন থেকে আজ ব্যাটিংয়ে নামেন রাচিন। ৩৪০ বল খেলে আজ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। উইলিয়ামসন অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি।

১১৮ রানের মাথায় ফেরেন কিউই অধিনায়ক। তবে রাচিনকে দেখে মনে হচ্ছিল, ট্রিপল সেঞ্চুরি পেয়ে যাবেন কিন্তু ২৪০ রানের মাথায় ব্র্যান্ডের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন তিনি।

LEAVE A REPLY