বাপ্পা মজুমদার
দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পা মজুমদার। প্রায় দুই বছর পর একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে তাঁর দ্বিতীয় একক কনসার্ট ‘বাপ্পা মজুমদার অডিসি’।
কনসার্ট নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ একটি সলো কনসার্ট করেছিলাম।
সেই কনসার্টে ব্যাপক সাড়া পেয়েছিলাম। তবে অনেকে সেই কনসার্টে আসতে পারেনি। কাছের অনেকেই না আসতে পারায় দুঃখ প্রকাশ করেছিল। সেই ভাবনা থেকেই চিন্তা করছিলাম নতুন বছরের শুরুতে একটি সলো কনসার্ট আয়োজন করা যায় কি না।
সেই ভাবনার প্রতিফলন হতে যাচ্ছে ২৩ ফেব্রুয়ারি।’
বাপ্পা মজুমদার অডিসি কনসার্টটি আয়োজন করেছে কারখানা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা (রেগুলার) ও ৩০০০ টাকা (ভিআইপি)।
গতবার বাপ্পা মজুমদারের একক কনসার্টে অতিথি শিল্পী হিসেবে গান শোনান কনা, শুভ ও কোনাল। এবার বাপ্পার সঙ্গে গাইবেন মাশা ইসলাম। কনসার্ট শুরু হবে বিকেল ৫টা থেকে। দর্শকের জন্য গেট খোলা হবে বিকেল সাড়ে ৪টায়।