এবারও কি জায়েদ নিপুণের লড়াই?

শিল্পী সমিতির গত নির্বাচনের দিন নিপুণ আক্তার ও জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। সে সময় বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত ছিল শিল্পী সমিতির এই নির্বাচন। ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। যদিও এই পদ নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সুরাহা এখনো হয়নি, তবে তার আগেই শেষ হতে যাচ্ছে বর্তমান কমিটির মেয়াদ।

আগামী ৮ তারিখের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আগেই জানা গেছে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে শিল্পী সমিতির  ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের নতুন তারিখ। আগামী ৪ এপ্রিল এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামচুল আলম।

গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের দিন। এ নির্বাচনে কারা অংশ নেবেন তা এখনো জানা যায়নি।

বেশ আগে অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছিলেন। তা ছাড়া ভেতরে ভেতরে আরো অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।

খুব শিগগির প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।

এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। 

LEAVE A REPLY