ছবি : মীর ফরিদ
বিপিএলে এবার কয়টা ম্যাচ সত্যিকার অর্থে উত্তেজনার পারদ ছুঁয়েছে, কর গুনে বলে দেওয়া যায়। ঢাকার প্রথম পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ানস-ফরচুন বরিশাল ও সিলেট পর্বে খুলনা টাইগার্স-বরিশাল — এইতো! আজ ঢাকায় দ্বিতীয় পর্ব শুরু হলো আরেকটি একপেশে ম্যাচ দিয়ে।
নিজেদের সপ্তম ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের ১৭৫ রানের কোনো জবাবই দিতে পারেনি ঢাকা।
১৮ ওভারে ১১৫ রানের অলআউট হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি। একমাত্র মোহাম্মদ নাঈম শেখ ছাড়া বলার মতো স্কোর নেই আর কোনো ব্যাটারের। নাঈম ৩১ বলে তিন চার তিন ছক্কায় ৪৪ রান করেছেন। তিন ছক্কার দুটিই আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে।
পাওয়ার প্লের প্রথম চার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৪ রান তোলার পর পরের ওভারের শেষ তিন বলে ওমরজাইয়ের ওপর ঝড় বইয়ে দেন নাঈম।
ঢাকার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান সাতে নামা ইরফান শুক্কুরের। ২১ রান করেছেন তিনি। রংপুরের ইনিংসের সবচেয়ে সফল বোলার সাকিব আল হাসান।
হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। টানা দুই বলে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আউট হওয়ার পর সাকিবের হ্যাটট্রিক ঠেকান আরাফাত সানি।
বোলিংয়ের মতো আজ ব্যাট হাতেও রানের দেখা পেয়েছেন সাকিব। শুরুটা করেছিলেন অবশ্য রনি তালুকদার ও বাবর আজম। বিশেষ করে রনি।
বাবরের তুলনায় আগ্রাসী ছিলেন রনি। তাঁর ২৪ বলে ছয় চার ও এক ছক্কায় ৩৯ রানের ইনিংসও শেষ হয় আগে। সানির বলে রনি আউট হলে ৬৭ রানের ওপেনিং জুটি ভাঙে। রংপুরের ইনিংসে দলটির জন্য সবচেয়ে স্বস্তির বিষয়, সাকিব রান পাওয়া। চোখের সমস্যায় ব্যাটিং করতে বেশ সংগ্রাম করছিলেন তিনি। আজ শুরুতেও তেমনই দেখা গেছে। তবে যতো সময় গেছে, আগের চেয়ে সাকিবকে কিছুটা স্বাচ্ছন্দ্য লেগেছে। ২০ বলে তিন ছক্কা ও এক চারে ৩৪ রানের ইনিংসে তো তেমনই ইঙ্গিত। তাঁকে ফেরান মোসাদ্দেক হোসেন।
ওই ওভারে সাকিবের দুই বল আগে বাবরকেও আউট করেন মোসাদ্দেক। দুজনের জুটি থেকে আসে ৫২ রান। পরের ওভারের দ্বিতীয় বলে সাব্বির হোসেনের শিকার আজমতউল্লাহ ওমরজাই। এই সময় ১২ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর। এই লাগামটা অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ঢাকা। আসলে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবীর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কাছে খেই হারান ঢাকার বোলাররা। শেষ ২২ বল থেকে দুজন করেন ৪৪ রান। নুরুল ১৬ ও নবী ২৯ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে রংপুর। সাত ম্যাচ থেকে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট তাদের।