গণস্বাস্থ্য মেডিক্যালে ১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল, জরিমানা ১০ লাখ

প্রয়াত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থীর ভর্তি বহাল রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। শুধু ওই শিক্ষাবর্ষের জন্যই এ সংখ্যা কার্যকর হবে। আর অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ৫ লাখ করে খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিভ টু আপিল নিষ্পত্তি করে এ রায় দেন সর্বোচ্চ আদালত।

আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল শেখ মোহম্মদ মোরশেদ। শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।

সঙ্গে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যূথী ও শাকিলা রওশন।

আইনজীবী আহসানুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘১১০ জন শিক্ষার্থীর ভর্তি বহাল রাখা হয়েছে। ফলে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে এই শিক্ষার্থীরা তাঁদের পড়ালেখা চালিয়ে যাবেন। তবে এই রায়টি এই ১১০ জন শিক্ষার্থী এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে।



২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর ৫০ জন শিক্ষার্থীর বেশি গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজে ভর্তি করা যাবে না বলে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষে হাইকোর্টে রিট করা হয়। ২০২২ সালের ২৮ জুন বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১০ শিক্ষার্থীর ভর্তি বহাল রাখার রায় দেন।

এ রায়ের বিুরদ্ধে লিভ টু আপিল করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই আবেদন নিষ্পত্তি করার পাশাপাশি হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রেখে রায় দিলেন সর্বোচ্চ আদালত।

LEAVE A REPLY