অভিনয় ছাড়ছেন বিজয়, তবে কি শাহরুখের সঙ্গে সিনেমা বাতিল?

    থালাপতি বিজয় ও শাহরুখ খান

    দক্ষিণের অন্যতম খ্যাতিমান অভিনেতা, হালের সেনসেশন থালাপতি বিজয় অভিনয় থেকে অবসর নিয়ে রাজনীতিতে মনোনিবেশ করতে চলেছেন। ইতিমধ্যে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন বিজয়। বিজয়ের দলের নাম রাখা হয়েছে ‘তামিলগা ভেত্রি কাজগা’। সেই সঙ্গে জানিয়েছেন, নিজের চুক্তিবদ্ধ চলচ্চিত্রগুলো শেষ করার পরে সিনেমা ছেড়ে দেবেন তিনি।

    এদিকে থালাপতি বিজয়ের এই রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে গুজব চলছে যে শাহরুখ খানের সাথে তাঁর বহুল প্রত্যাশিত সিনেমাটি এখন বাতিল হয়ে গেছে। গত বছর জওয়ানের সাফল্যের পর পরিচালক অ্যাটলি নিশ্চিত করেছেন যে তিনি শাহরুখ ও বিজয়কে একটি সিনেমায় একসাথে আনবেন এবং ইতিমধ্যে স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। বিজয়ও একাধিকবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আর দুজনকে এক ফ্রেমে আনার অফিশিয়াল ঘোষণা দিয়েছেন পরিচালক অ্যাটলি।

    তবে কি সেই সিনেমা স্থগিত হতে যাচ্ছে? নাকি বিজয়ের অভিনয় ছাড়ার আগে সেই মেগাপ্রজেক্ট সম্পন্ন করবেন অভিনেতা? এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সিনেমাপ্রেমীদের মুখে।

    1
    বিজয়, অ্যাটলি ও শাহরুখ খান

    বিজয় ইতিমধ্যে তাঁর প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্পগুলো শেষ করার পরে সম্পূর্ণ রাজনীতিতে প্রবেশের কথা বলেছেন। তবে সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সুপারস্টার সিনেমা থেকে বিরতি নেবেন বলে খবরটি সম্পূর্ণ সত্য নয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজয়ের ঘনিষ্ঠজনদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরে তিনি বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন।

    সুতরাং এটি প্রস্থান নয়, একটি বিরতি বলা যায়।

    ভারতীয় বিনোদন মাধ্যম কইমই ডটকমের প্রতিবেদন অনুসারে, একটি লম্বা বিরতির পরে বিজয় ২০২৭ সালে অভিনয়ে প্রত্যাবর্তন করতে পারেন। সুতরাং এটা অনুমান করা নিরাপদ যে শাহরুখ খানের সাথে তাঁর চলচ্চিত্রটি এখনো আসন্ন তালিকায় রয়েছে। তাই এখনই হতাশ হওয়ার কিছু নেই। এর আগেও অনেক জনপ্রিয় তারকা রাজনীতির ময়দানে সাফল্য অর্জন করে আবারও পর্দায় ফিরেছেন।

    বিজয়ের ক্ষেত্রেও সেই প্রত্যাশাই রাখছেন অনুরাগীরা। যদিও অনুরাগীদের এ বিষয়ে নিশ্চিত হতে আরো অপেক্ষা করতে হবে। আর বিজয়-শাহরুখকে এক ফ্রেমে দেখতে অপেক্ষা করতেও প্রস্তুত উভয় তারকার ভক্ত-অনুরাগীরা। কথায় আছে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়।

    LEAVE A REPLY