‘অনেক অভিনেতার ক্ষেত্রে এই জিনিসটা খুব কম ঘটে’

আগামীকাল মুক্তি পাবে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’।  সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল ছিল এই সিনেমার বিশেষ প্রদর্শনী। ঠিক সেই মুহূর্তে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেল, ‘পেয়ারা সুবাস’ সিনেমার অন্যতম অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন গতকাল।

সিনেমা প্রদর্শনীতে অংশ নিতে এসে গাড়ি পার্কিংয়ে রেখে সেখানেই মারা যান এই অভিনেতা।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় আরো অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকেই। সকলেই উপস্থিত ছিলেন বিশেষ প্রদর্শনীতে। সবাই বেশ আনন্দ নিয়েই এসেছিলেন সিনেমা দেখতে।

কিন্তু সহশিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সকলের মধ্যে।

অনেক নাটক, সিনেমায় একসঙ্গে কাজ করেছেন আহমেদ রুবেল ও তারিক আনাম খান। সেই সব অভিনয় দিনের স্মৃতিচারণা করে অভিনেতা কালের কণ্ঠকে বলেন, “রুবেলের সঙ্গে ‘পেয়ারার সুবাস’ ছাড়াও অনেক নাটক, সিনেমায় কাজ করেছি। তার সঙ্গে বেশ কিছু স্মৃতি আছে।

 ‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায় আমরা একসঙ্গে অভিনয় করেছিলাম। আহমেদ রুবেল, আনিসুর রহমান মিলন, তানভীর হাসানসহ অনেকে। সেখানে রুবেল দুর্ধর্ষ অভিনয় করেছিল। তার লুক মিলিয়ে সাংঘাতিক একটা চরিত্র ছিল। সেখানে আমরা অনেক সময় কাটিয়েছি।

তিনি বলেন, ‘আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল অন্য রকম। সে এক অদ্ভুত ধরনের শ্রদ্ধা নিয়ে কথা বলত। অনেক বেশি চুপচাপ থাকত। আমার তো মনে হয় ওর মতো অভিনয়শিল্পী, একজন অভিনেতার যে লুক, কণ্ঠ থাকা দরকার, আহমেদ রুবেলের সব ছিল। তার তাকানো, চোখ, নাক, কণ্ঠ ছিল অসাধারণ। এ রকম লুক পাওয়া তার ভাগ্য।’

তিনি আরো বলেন, “রুবেলের সঙ্গে গত ২৭ জানুয়ারি একটি সিন করেছি। ‘আনারকলি’ নামের একটা ধারাবাহিকের শুটিং করেছি। এ ছাড়াও গত ৫ ফেব্রুয়ারি একসঙ্গে সংবাদ সম্মেলন করেছি আমরা। তার প্রতিভা ছিল অনেক। ক্যামেরার সামনে দাঁড়ালেই সেই চরিত্রটি নিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলত। তার চেহারাই কেমন জানি আশ্চর্যভাবে চরিত্রটায় উঠে আসত। অনেক অভিনেতার ক্ষেত্রে এই জিনিসটা খুব কম ঘটে। তার সব কিছুই সৃষ্টিকর্তা প্রদত্ত ছিল।’

LEAVE A REPLY