আরেকবার নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ মমিনুলের

বিপিএলে ফিরেছেন মমিনুল হক। ফাইল ছবি

মমিনুল হক শেষবার বিপিএলে খেলেছিলেন ২০২১-২২ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। এরপর দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উপেক্ষিতই ছিলেন এই বাঁহাতি ব্যাটার। এবার বিপিএল শুরুর কয়দিন আগে কালের কণ্ঠকে এ নিয়ে খারাপ লাগার কথা জানিয়েছিলেন।

সময়ের পরিক্রমায় মমিনুলের সেই খারাপ লাগা কমে গেছে।

তবে লম্বা বিরতির এবার বিপিএলের মাঝপথে তাঁকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।
মুমিনুলের গায়ে সেঁটে দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা। তবে নিজেকে একজন ক্রিকেটার হিসেবেই ভাবেন তিনি, ‘আমি শুধুই টেস্ট ক্রিকেটার নই।

আমার পরিচয় আমি ক্রিকেটার, যে সব সংস্করণের জন্যই নিজেকে যোগ্য মনে করে।’

সব সংস্করণের যোগ্য মনে করেন বলেই কি না মমিনুল বিপিএল শুরুর আগে মিরপুরের ইনডোরে সাদা বলে প্রস্তুতিও নিয়েছেন। তখন মমিনুল জানিয়েছিলেন, ‘নিজেকে নিত্যনতুন চ্যালেঞ্জ দিয়ে প্রস্তুত রাখার চেষ্টা করছি। আপনারা আমাকে টেস্ট ক্রিকেটার বলছেন বলে আমি থেমে নেই।

টেস্টে সফল হতে গেলে সব ধরনের শট খেলার উপায় নেই। তবু আমি নিজের শটের রেঞ্জ বাড়াচ্ছি। বলতে পারেন, সিলেবাসের বাইরের শটও রপ্ত করার চেষ্টা করছি। একটিই কারণ, আমি নিজেকে সব সংস্করণের জন্য তৈরি রাখতে চাই।’

মমিনুলের সামনে সুযোগ এসেছে আরেকবার নিজেকে প্রমাণ করার! কতটা করতে পারেন, সেটা অবশ্য সময়ই বলে দেবে।

LEAVE A REPLY