আহমেদ রুবেল
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা গেছেন ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের অন্যতম অভিনেতা আহমেদ রুবেল। আগামীকাল ছবিটি আসছে প্রেক্ষাগৃহে। গতকাল ছিল ছবিটির প্রিমিয়ারও। সেখানে পৌঁছার আগেই আসে অভিনেতার মৃত্যুর খবর।
স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকাহত পেয়ারার সুবাস টিম। শোকাহত পুরো বিনোদন জগত।
রুবেলের মৃত্যুর কারণে সিনেমাটি উৎসর্গ করা হয়েছে তাকে। আজ আনুষ্ঠানিকভাবে শিল্পকলা একাডেমিতে এ ঘোষণা দেন পেয়ারার সুবাস চলচ্চিত্রের প্রযোজক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি।
এ সময় রেদওয়ান রনি বলেন, ‘গতকালই আমরা সিদ্ধান্ত নিয়েছি চলচ্চিত্রটি আহমেদ রুবেল ভাইয়ের নামে উৎসর্গ করবো। আগামীকাল থেকে প্রেক্ষাগৃহের প্রতিটি শো-তে এটা প্রদর্শিত হবে। তবে এভাবে তাকে নিয়ে কথা বলতে হবে এটা ভাবিনি। এই মৃত্যু আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত।
আমরা তাকে নিয়ে সিনেমাটি দেখতে চেয়েছিলাম। তিনিও খুব আগ্রহী হয়েছিলেন ছবিটি নিয়ে।’
উল্লেখ্য, আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশ ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকেই। ৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।