শীতের কাপড়গুলো আলমারিতে তুলে ফেলার সব ব্যবস্থা কমবেশি অনেকেই সেরে ফেলেছেন। প্রিয় সোয়েটার বা শীতের কাপড়টির গায়ে রোঁয়া উঠেছে দেখে ভাবছেন এটা কি আর আগামি বছর পরিধান করা যাবে! দুশিচন্তার কিছু নেই, জেনে নিন উলের পোশাকের রোঁয়া উঠলে কিভাবে সমাধান টানবেন-
উন্নতমানের উল দিয়ে খুব নিপুণভাবে উলের পোশাক বোনা হয়। আর এসব পোশাকের প্রয়োজন হয় বিশেষ যত্নেরও। তবে বারবার কাচার কারণে এবং ঘষা লাগায় ফ্যাব্রিকে প্রভাব পড়ে।
ফলে রোঁয়া উঠতে শুরু করে আর সোয়াটারের অবস্থাও হয় বেহাল। কিন্তু সঠিক উপায়ে যত্ন নিলেই এই সমস্যার সমাধান করতে পারেন আপনি, আর সোয়াটারও থাকে চমৎকার।
কখনও কখনও সোয়েটারের রোঁয়াগুলি হয় হালকা এবং সামান্য় টান দিতেই উঠে আসে। আপনার সোয়েটারেও যদি তেমনই দেখেন, তাহলে আঙুল দিয়ে ধীরে ধীরে রোয়াগুলি তুলে নিন।
এরপরে নরম ব্রাশ দিয়ে ভালোভাবে সোয়েটারটি ব্রাশ করুন। এবার একটি পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে আলমারিতে তুলে রাখুন।
সোয়েটার ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো, কারণ এতে ফ্যাব্রিকের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে ড্রাই ওয়াশ করাতে পারেন।
না হয় হাতেই ধীরে ধীরে পরিষ্কার করতে পারেন উলের পোশাক। বালতিতে পানি নিয়ে মাইল্ড লিকুইড ডিটারজেন্ট কিংবা শ্যাম্পু মেশান। এতে সোয়েটার ভিজিয়ে রাখুন। তারপরে হাত দিয়ে আস্তে আস্তে ঘষে পরিষ্কার করে নিন। সোয়েটার বেশি নিংড়াবেন না।
ফ্যাব্রিক টানাটানিও করবেন না। এতে শোয়েটারের আকৃতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
সোয়েটার ধোয়ার পরে বাতাসে মেলে দিন। ভুলেও যেন সরাসরি রোদে দেবন না। সোয়েটার শুকিয়ে গেলে তুলে রাখুন।