‘অসম্মান, অশ্রদ্ধা এসব পাওয়ার জন্য শিল্পীর জন্ম না’

অরুণা বিশ্বাস

নিজের সিনেমার ক্যারিয়ারের প্রায় চার দশক হতে চলল। কাজ করেছেন দেশের প্রথম সারির সব চলচ্চিত্র তারকার সঙ্গেই। তিনি অরুণা বিশ্বাস। এখনো সিনেমায় অভিনয় করেন।

করেন পরিচালনাও। তবে সম্প্রতি আরেক অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যু নিয়ে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। গত বুধবার সন্ধ্যায় নিজের সিনেমার প্রিমিয়ারে যাওয়ার পথে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। গতকাল সকালে তাকে শ্রদ্ধা জানাতে লাশ রাখা হয় জাতীয় শিল্পকলা একাডেমিতে।

সেখানে অনেকেই বলেন, কিছুদিন ধরে আহমেদ রুবেলের কাজ কমে যাচ্ছিল। সে একা হয়ে যাচ্ছিল। খারাপ সময় পার করছিল।

সেসব কথাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘অখাদ্য-কুখাদ্য জোর করে গেলাচ্ছেন, বলছেন দর্শকের রুচি খারাপ, সিন্ডিকেটের নামে সব গুণী শিল্পীকে কাজ না দিয়ে ঘরে বসিয়ে রেখে জীবিত মেরে ফেলছেন, আর মঞ্চে দাঁড়িয়ে হা-হুতাশ।

অসম্মান, অশ্রদ্ধা- এসব পাওয়ার জন্য শিল্পীর জন্ম না।’

পরে অবশ্য একটি গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, আহমেদ রুবেলের মৃত্যু তাকে আহত করেছে। তার চেয়ে বেশি আহত করেছে তাকে নিয়ে মানুষের কথাবার্তা। এ কারণেই তিনি এমন পোস্ট দিয়ে সেসব কথার জবাব দিয়েছেন।

তিনি বলেন, ‘গুণী শিল্পীদের অনেক কিছুই মেনে নিতে হয়।

না হলে তাদের প্রতি অন্যায় হয়। গুণীরা একটু এ রকম হবেই। এ রকম আরো অনেক ভালো অভিনয়শিল্পী আছেন, যাঁদের দর্শক দেখতে চান। কিন্তু তাঁরা সেই সুযোগ পাচ্ছেন না। অনেক গুণী শিল্পী আছেন, যাঁরা বসে আছেন। কাজ করতে চান। অনেক সিনিয়র শিল্পীও আছেন, শিল্পের পথে যাঁদের দীর্ঘ ভ্রমণ, যাঁরা এটাই- শুধু অভিনয়টাই শিখেছেন।’

LEAVE A REPLY