সাত হাজারের ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি সাকিব

সাকিব আল হাসান।

বাংলাশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই অর্জন আছে ওপেনার তামিম ইকবালের। ২৪২ ইনিংসে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন তামিম।

তবে সাকিবের সময় লাগল তুলনামূলক অনেক বেশি। ৪২২ ইনিংসে ব্যাট করতে হয়েছে তাঁকে।

বাংলাদেশের এই দুই ব্যাটার ছাড়া আর কেউ ছয় হাজারের গণ্ডি টপকাতে পারেননি। ৫৬১৯ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম।

চতুর্থ অবস্থানে থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ ৫৫৭৬ রান করেছেন।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাত হাজারি ক্লাবে প্রবেশের সঙ্গে আরো এক অর্জনে দ্বিতীয় হয়েছেন সাকিব। সাত হাজার রানের সঙ্গে ৪০০ উইকেট নেওয়া দ্বিতীয় অলরাউন্ডার এখন তিনি। এই অর্জনে প্রথমজন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

LEAVE A REPLY