জাতীয় অ্যাথলেটিক্সে নতুন পাঁচ রেকর্ড

জাতীয় অ্যাথলেটিক্সে দুদিনে নতুন পাঁচটি রেকর্ড হয়েছে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়দিনে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ২১.৫২ সেকেন্ডে নিজের আগের রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার।

এই ইভেন্টে ২০১৯ সালে তার নিজেরই গড়া রেকর্ড ছিল ২৪.৯৭ সেকেন্ড। ছেলেদের শটপুটে নতুন রেকর্ড করেন নৌবাহিনীর গোলাম সারোয়ার। তিনি ১৪.৮৯ মিটার অতিক্রম করে এই রেকর্ড গড়েন।

এর আগে ২০১৯ সালে ১৪.৫৩ মিটার দূরত্বে রেকর্ডটি ছিল একই বাহিনীর মোহাম্মদ ইব্রাহিমের। ৩৮টি ইভেন্টে ২০টি স্বর্ণ, ১৮টি রুপা ও ১২টি ব্রোঞ্জসহ ৫০টি পদক নিয়ে সেরার দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

অন্যদিকে ১৯টি স্বর্ণ, ১৮টি রুপা এবং ১২টি ব্রোঞ্জসহ ৪৯টি পদক পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় অ্যাথলেটিক্সের ৪০টি ইভেন্টের মধ্যে শুধু ম্যারাথন বাকি, যা বুধবার অনুষ্ঠিত হবে। এরপর সেরা দলের পুরস্কার দেওয়া হবে।

LEAVE A REPLY