এখন কেমন আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী?

মিঠুন চক্রবর্তী

গতকাল শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ৭৩ বছর বয়সী এ অভিনেতার শারীরিক সমস্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। তবে জানা যায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। অভিনেতার শরীরে ডান দিকটা খানিক দুর্বল হয়ে গিয়েছে।

হাত নাড়াতে কষ্ট হচ্ছে। তবে এখন তিনি পুরোপুরি সজ্ঞানে আছেন। 

হাসপাতাল কৃর্তপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছেন। এ বিবৃতিতে বলা হয়েছে, অভিনেতা মিঠুন চক্রবর্তী শরীরের ডান দিকের ওপর ও নিচের অংশে ব্যথা নিয়ে সকালে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

তার মস্তিষ্কের এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন।

আপাতত অভিনেতাকে তরল খাবার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে তাঁর চিকিৎসা পদ্ধতি এগোবে। সকালেই এমআরআই করানো হয়েছে অভিনেতার।

অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি।

সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। গত মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রীই ছবির মূল আকর্ষণ। পাশাপাশি, আরো একঝাঁক তারকা রয়েছেন ছবিতে। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ এই ছবিতে অভিনয় করছেন।

LEAVE A REPLY