‘সন্তান জন্ম দিতে অক্ষম’, ধর্ষণ ও প্রতারণার অভিযোগে দর্শনের দাবি

দর্শন জরিওয়ালা

বলিউডের জনপ্রিয় অভিনেতা দর্শন জরিওয়ালা। গত বছরের ডিসেম্বরে বর্ষীয়ান এই অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন কলকাতার এক মিডিয়া কর্মী। ওই নারী সাংবাদিকের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন অভিনেতা, যার ফলে অন্তঃসত্ত্বা তিনি। কলকাতা পুলিশে রুজু হয়েছে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা।

তবে ওই গর্ভবতী সাংবাদিকের দাবি ভুয়া, এমনটাই বলছেন দর্শন জরিওয়ালার আইনজীবী। ওই সাংবাদিক নারীর বিরুদ্ধে পালটা মানহানির মামলা রুজু করেছেন দর্শন। 

দর্শনের আইনজীবী সবিনা বেদী সচার বলেন, ওই সাংবাদিকের গর্ভে বেড়ে ওঠা সন্তান কোনওভাবেই তাঁর মক্কলের হতে পারে না কারণ তিনি বাবা হতে অক্ষম। সন্তানের জন্ম দিতে ব্যর্থ দর্শন এমনটা নাকি জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, দর্শন বাবা হতে অক্ষম এই যুক্তি উড়িয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে সেই নারী সাংবাদিক জানান, ‘কেউ বাবা হতে পারবে না মানে এই নয়, সে কাউকে ধর্ষণ করতে পারবে না কিংবা কারুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না।’ সেই নারীর আরও দাবি, দর্শন জরিওয়ালার ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মেডিক্যাল রিপোর্ট রয়েছে তাঁর কাছে। সন্তানধারণ সংক্রান্ত বিষয়ে ওই নারীর কাছে পরামর্শ নিতেন অভিনেতা, হোমিওপ্য়াথিতে এর কী চিকিৎসা রয়েছে সেই ব্য়াপারেও আলোচনা হত দুজনের। দর্শনের বর্তমান সহবাস সঙ্গী অনাহিতা জাহানবক্স কীভাবে অন্তঃসত্ত্বা হয়েছিলেন যদি অভিনেতা সন্তানধারণে অক্ষম হন, এমন পালটা প্রশ্নও করেন সেই নারী।

সেই নারী নিজের অভিযোগে আরো জানান, দর্শন জরিওয়ালা ও তাঁর প্রাক্তন স্ত্রী অপরা মেহতার এক কন্যা সন্তানও রয়েছে যার নাম খুশালি জরিওয়ালা। 

তবে সেই নারীর সব দাবি উড়িয়ে সংবাদ মাধ্যম টাইমস নাও’কে দর্শনের আইনজীবী বলেন, ‘দর্শন জরিওয়ালা সন্তানের জন্ম দিতে অক্ষম। ওনার নিজের পার্টনারই অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করেও ব্যর্থ। আর সেই সংবাদকর্মীর প্রেগন্যান্সি রিপোর্টের সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হয়ত আমার দর্শনকে কালিমালিপ্ত করতেই মিথ্যা রিপোর্টের আশ্রয় নেওয়া হয়েছে।

এই বিতর্কের জেরে ধরে দর্শন জরিওয়ালা ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর সহসভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবুও বিতর্ক থামেনি। এখনও আইনি লড়াই চলছে তাঁর।

অভিনেতা দর্শন জরিওয়ালা বলিউডের বেশ জনপ্রিয় একজন। বেশ কিছু হিট চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ‘গান্ধী মাই ফাদার’, ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘কাহানি’, ‘গুরু’,  ‘আজব প্রেম কি গাজাব কাহানি’, ‘রাজনীতি’র মতো চলচ্চিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

LEAVE A REPLY