ভক্তের মাথায় মাইক দিয়ে আঘাত, তোপের মুখে আদিত্য নারায়ণ

আদিত্য নারায়ন

কনসার্টে গান গাওয়ার সময় ভক্তের মাথায় মাইক দিয়ে আঘাত করে এবং তাঁর ফোন ছুড়ে ফেলে দিয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন বলিউড গায়ক ও উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। ছত্তিশগড়ে কনসার্ট করতে গিয়ে এই কাণ্ড ঘটান আদিত্য, যা হতবাক করেছে ভক্তদেরও।

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আদিত্য। তবে এবার প্রকাশ্যে গায়ে হাত তুললেন এক শ্রোতার।

যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

ছত্তিশগড়ের ভিলাইয়ের রুংটা আর-টু কলেজে ওপেন এয়ার কনসার্ট করতে গিয়ে মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটান গায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নেচে গেয়ে দর্শকদের আনন্দিত রাখছেন আদিত্য। এমন সময় এক শ্রোতা হাতে ফোন নিয়ে তাঁকে ভিডিও করছিলেন।

হঠাৎ মেজাজ হারিয়ে সেই শ্রোতার মাথায় নিজের মাইক দিয়ে আঘাত করে বসেন আদিত্য। এরপর তাঁর ফোন কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে ছুড়ে মারেন। এরপর মাইক হাতে ফের গাইতে শুরু করেন। আদিত্যের এমন আচরণে স্তম্ভিত অনুরাগীরা।

সেই ভিডিও এখন ভাইরাল। সামাজিক মাধ্যমে চলছে নিন্দার ঝড়। দোষীয় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গায়ককে। কারো কারো মতে, এ ধরনের আচরণ তাঁর জনপ্রিয়তায় ভাঁটা ফেলবে। কেউ বা মনে করেন, বাবার মতো উদার মানসিকতার হতে পারেননি আদিত্য।

বাবা উদিত নারায়ণ সুরের জগতে অন্যতম মহারথী। ভারতের একজন জীবন্ত কিংবদন্তি তিনি। উপহার দিয়েছেন হাজার হাজার হিট গান। বাবার সুবাদে ছেলে আদিত্য নারায়ণকে বেশি বেগ পেতে হয়নি ইন্ডাস্ট্রিতে। যদিও বলিউডের তাঁর ক্যারিয়ার তেমন উজ্জ্বল হয়নি এখনো। তবে বিভিন্ন রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যায় তাঁকে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তিনি নিয়মিত সঞ্চালক। দেশজুড়ে কনসার্টেও নিয়মিত পারফর্ম করেন আদিত্য। তিনি ‘দিল বেচারা’ এবং ‘রাম লীলার মতো জনপ্রিয় চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি বলিউডে সর্বশেষ রণবীর কাপুরের ‘শামশেরা’ চলচ্চিত্রে ‘জি হুজুর’ গানটি গেয়েছিলেন।

LEAVE A REPLY