হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিঠুন বললেন, ‘আমি রাক্ষস’

মিঠুন চক্রবর্তী

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের পর এখন তিনি সুস্থ। সোমবার (১২ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন।

এদিন হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান, তিনি ভালো আছেন।

শুধু সুগারটা একটু বেড়ে গিয়েছিল। কারণ হিসেবে অভিনেতা জানান, খাবারের জন্যই সুগার বেড়েছিল তাঁর। বাংলার ছেলে বাংলায় এলেই গোগ্রাসে খেতে ভালোবাসেন। দিল্লি, বেঙ্গালুরুতে যা পান না, তা হাতের সামনে পেলেই খেয়ে নেন।

আর এই অতিরিক্ত খাওয়াতেই সমস্যা হয়েছিল। সুগার বেশ বেড়ে গিয়েছিল। এর জন্য ডাক্তারদের বকুনিও খেতে হয়েছে ‘ডিস্কো ডান্সার’কে। 

1
হাসপাতাল থেকে মিঠুনের ছবি

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিঠুন সাংবাদিকদের বলেন, “আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না যে শুধু মিষ্টি না খেলে আপনার কিছু হবে না।

সব সমস্যা খাওয়াতে। খাওয়া কন্ট্রোল করুন। আর ইনসুলিনকে ভয় পাবেন না। ইনসুলিন সবচেয়ে নিরাপদ ওষুধ, যাতে আপনার শরীর ভালো থাকবে। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আমার সমস্যা আমি বেশি খেয়ে ফেলেছি। বললাম না ‘আমি রাক্ষস’!”

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিঠুনকে। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তারকার। তবে তিনি ভালো আছেন। যদিও হাসপাতাল থেকে বেরিয়ে ডায়াবেটিসের সমস্যার কথাই বললেন এই অভিনেতা। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে আছেন তিনি।

LEAVE A REPLY