অবশ্যই একটি ধন্যবাদ জানাব: আলমগীর

অভিনেতা আলমগীর

আজ সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ‘একুশে পদক ২০২৪’। রাষ্ট্রের সর্বোচ্চ্য এই পুরস্কার পেয়েছেন গুণী অভিনেতা আলমগীর। শিল্পকলা (অভিনয়) শাখায় এই পুরস্কার পেয়েছেন তিনি।

পদক পাওয়ার অনুভূতি জানতে চাইলে কালের কণ্ঠকে আলমগীর বলেন, ‘আমি আনন্দিত, এই সম্মানে আমাকে সম্মানিত করার জন্য।

জীবনে কতটুকুই আর কাজ করলাম। আমাকে এই পুরস্কার দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

পদক হাতে তুলে নেওয়ার সময় প্রধামন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে, তখন তাঁকে বিশেষ কিছু বলার আছে কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ওই মুহূর্তে আমার ইমোশন কী কাজ করবে তা আগে থেকে বলা সম্ভব না। কতটুকু বলতে পারব তা তো আগে থেকে বলা যায় না।

তবে অবশ্যই একটি ধন্যবাদ জানাব।’

ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁদের মধ্যে শিল্পকলা শাখায় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও শুভ্র দেব, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, অভিনেতা এম এ আলমগীর, ডলি জহুর, আবৃত্তিকার শিমুল মুস্তাফা এবং ছড়াকার লুৎফর রহমান রিটনও রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

LEAVE A REPLY