বিপিএলে তামিমের অন্য রকম সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে আজ দিনের প্রথম খেলায় চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় ফরচুন বরিশাল। এ ম্যাচে আগে ব্যাট করা বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ৪৫ বলে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। যেখানে ৭টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার। তাতে অন্য রকম এক সেঞ্চুরি পেয়ে যান তামিম।

বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। আজ ঢাকার বিপক্ষে নিজের প্রথম ছয়টি মারার সঙ্গে ছক্কার সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব মিলিয়ে এমন কীর্তি আছে শুধু ক্রিস গেইলের। ৫২ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের ছক্কা ১৩৭টি।

তামিমের ৯৭ ইনিংসে ১০৩টি। 

বিপিএলে ছক্কার তালিকায় তামিমের পরে অবস্থান মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের। ১০৮ ইনিংস ব্যাট করা ইমরুল ছক্কা হাঁকিয়েছেন ৯৭টি। মুশফিক সমান ৯৭টি ছক্কা মারতে সময় নিয়েছেন ১১৩ ইনিংস।

এ ছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে কেবল মাহমুদ উল্লাহর, ১০৭ ইনিংসে ৯৪টি।

LEAVE A REPLY