প্রতীকী ছবি
ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় চলতি মূলধনের চাহিদা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে। মূলধনের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাচ্ছে না। ফলে উৎপাদন কমছে শিল্পে। এর সমাধান করা না গেলে খরচ কমাতে হবে।
এতে করে উৎপাদনে প্রভাব পড়বে। উৎপাদন কমলে প্রবৃদ্ধিতে প্রভাব পড়বে। এ ছাড়া কর্মসংস্থান সংকুচিত হবে। কর্মী ছাঁটাই করতে বাধ্য হবেন শিল্প মালিকরা।
গতকাল মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টকে’ অংশ নিয়ে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ এসব কথা বলেন। সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া।
ডিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের জন্য সমস্যা একটা দাঁড়িয়ে গেছে, আগামী বছরের জন্য বেসরকারি খাতের ঋণের প্রবাহ। সহজে যদি বিষয়টি বলি, গত বছর আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকয়ারমেন্ট যেটা ছিল, ডলারের দাম বাড়ার কারণে তার রিকয়ারমেন্ট বেড়ে যায়।
’