রাফাহ সুরক্ষায় পদক্ষেপ নিতে সাড়া দেয়নি আইসিজে

ফাইল ছবি

রাফাহ শহরে অভিযান আটকাতে ইসরায়েলের ওপর আরো আইনি চাপ প্রয়োগ করতে দক্ষিণ আফ্রিকার আবেদনে সাড়া দেয়নি আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে)। রাফাহ পরিস্থিতিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে নিলেও জাতিসংঘের এই শীর্ষ আদালত অভিমত জানিয়েছে, ইসরায়েল এরই মধ্যে নির্দেশিত পদক্ষেপগুলো মেনে চলতে বাধ্য।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি আইসিজে আরো ক্ষতিসাধন করা থেকে গাজার জনগণকে সুরক্ষায় এবং মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ নিশ্চিত করতে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার জন্য আদেশ দিয়েছিল। আইসিজে জানায়, রাফাহর পরিস্থিতি দাবি করে যে গত ২৬ জানুয়ারির নির্দেশিত অস্থায়ী পদক্ষেপগুলো অবিলম্বে ও কার্যকরভাবে বাস্তবায়ন করা।

আদালতের অভিমত, যেহেতু ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে  পদক্ষেপ নেওয়ার জন্য আদেশ দেওয়া আছে। সেখানে নতুন করে অস্থায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। প্রসঙ্গত, গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে  ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে দেশটির অনুরোধে আদালত গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়।

সূত্র : আলজাজিরা, এএফপি

LEAVE A REPLY