আপাতত শঙ্কামুক্ত মুস্তাফিজ

বলের আঘাতে মাথা ফেটে যাওয়া মুস্তাফিজুর রহমান আপাতত শঙ্কামুক্ত। কুমিল্লা ভিক্টোরিয়ানস টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তাঁর স্ক্র্যান রিপোর্ট ভালো এসেছে।

মাথায় সেলাইয়ের পর বন্দরনগরীর ইমপেরিয়াল হাসপাতাল থেক মুস্তাফিজকে কুমিল্লার টিম হোটেল নিয়ে যাওয়া হবে। এ সময় তাঁকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার অনুশীলনের সময় মাথায় আঘাত পান মুস্তাফিজ। তখন নেটে ব্যাটিং করছিলেন ম্যাথু ফোর্ড। যদিও মুস্তাফিজ তখন বোলিংয়ে ছিলেন না।

ম্যাথু ফোর্ডের  মারা একটি শট নেটের সামনে থাকা মুস্তাফিজের মাথায় লাগে।

ওই সময় তাঁর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিক শুশ্রূষার পর দ্রুতই মুস্তাফিজকে অ্যাম্বুলেন্সে করে নগরীর ইমপেরিয়ালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানিয়েছে, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মুস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান।

সিটি স্ক্যান রিপোর্টে কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি।’

LEAVE A REPLY