পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

পাকিস্তানের শিল্প ও অভিনয় জগতের মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির জনপ্রিয় অভিনেতা-পরিচালক ইয়াসির হুসাইন। 

তিনি বলেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি নয়, তাই আমি চাই না আমার ছেলে অভিনয়ে আসুক।’

সম্প্রতি ইয়াসির হুসাইনের একটি সাক্ষাত্কার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে পাকিস্তানি টেলিভিশন শিল্পের প্রতি বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে।

সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে ইয়াসির হুসাইন বলেন, আমাদের ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি নয়, আমি চাই না আমার ছেলে এই ইন্ডাস্ট্রিতে আসুক। সে এলে আমি তাকে কোনো কিছু থেকে আটকাবো না, কিন্তু আমি চাই না সে অভিনেতা হোক।   

ইয়াসির হুসাইন তার অবস্থান ব্যাখ্যা করে উপস্থাপককে প্রশ্ন করেন, আপনি বলুন আমাদের ইন্ডাস্ট্রিতে কী কাজ হচ্ছে? এগুলো কি কাজ? একজন অভিনেতার কাজ কী? একজন অভিনেতার কাজ হলো ভালো অভিনয় করা, শোবিজের জগতে নিজের প্রতিভা প্রমাণ করা, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রতিনিয়ত বাজে কাজের প্রস্তাব দেওয়া হচ্ছে।

ভারতে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন ইয়াসির হুসাইন। 

তিনি বলেন, আমাদের নাটক সারা বিশ্বে দেখা যাচ্ছে না।  ভারতে যেখানে নিম্নমানের নাটক চলে, তাদের নিজস্ব ভালো নাটক নেই, সেখানে তারা আমাদের নাটক দেখছে।

LEAVE A REPLY