গাজায় গণহত্যার অভিযোগ ব্রাজিলের, রাষ্ট্রদূতকে তলব নেতানিয়াহুর

১৭ ফেব্রুয়ারি আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সমাবেশে বক্তব্য দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা। ছবি : এএফপি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা রবিবার ইসরায়েলকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর জন্য অভিযুক্ত করেছেন। পাশাপাশি ইহুদিদের নির্মূল করার জন্য অ্যাডলফ হিটলারের অভিযানের সঙ্গে দেশটির কর্মকাণ্ডের তুলনা করেছেন। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭৮ বছর বয়সী এই প্রেসিডেন্টের মন্তব্যকে ‘লজ্জাজনক ও গুরুতর’ বলে অভিহিত করে বলেছেন, তাঁর সরকার প্রতিবাদে ব্রাজিলের রাষ্ট্রদূতকে ডেকেছে।

আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে লুলা সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা ‘যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা’।

প্রবীণ বামপন্থী আরো বলেন, ‘এটি সেনার বিরুদ্ধে সেনার যুদ্ধ নয়। এটি একটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে যুদ্ধ। ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে, তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তে ঘটেনি। আসলে যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এটি ঘটেছে।

লুলা গ্লোবাল সাউথের জন্য একজন বিশিষ্ট কণ্ঠস্বর, যাঁর দেশ বর্তমানে জি২০ গোষ্ঠীর আবর্তিত সভাপতিত্বে রয়েছে। তিনি এর আগে ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলাকে ‘সন্ত্রাসী’ কাজ হিসেবে নিন্দা করেছিলেন। কিন্তু তার পর থেকে তিনি ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানের সমালোচনা করেছেন।

এদিকে লুলার মন্তব্যকে নেতানিয়াহু ‘হলোকাস্টকে তুচ্ছ এবং ইহুদি জনগণ ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ক্ষতি করার প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘নাৎসি ও হিটলারের হলোকাস্টের সঙ্গে ইসরায়েলের তুলনা সীমা অতিক্রম করছে। ইসরায়েল নিজেকে রক্ষা এবং সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত তার ভবিষ্যৎ নিশ্চিত করতে লড়াই করছে। এটি আন্তর্জাতিক আইন বজায় রেখেই করা হছে।’

তিনি আরো বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী (ইসরায়েল) কাটজের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, ইসরায়েলে (নিযুক্ত) ব্রাজিলের রাষ্ট্রদূতকে অবিলম্বে তিরস্কারের জন্য তলব করব।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাটজ লিখেছেন, বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হবে।

ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির সমীক্ষা অনুসারে, হামাসের হামলার ফলে ইসরায়েলে প্রায় এক হাজার ১৬০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। পাশাপাশি যোদ্ধারা প্রায় ২৫০ জনকে জিম্মি করেছিল, যাদের মধ্যে ১৩০ জন এখনো গাজায় রয়েছে এবং ৩০ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে হামাস পরিচালিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ২৯ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। 

এ ছাড়াও শনিবার সম্মেলনের ফাঁকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের সঙ্গে দেখা হওয়ার পর লুলা বলেছেন, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএতে ব্রাজিল নিজস্ব অবদান বাড়াবে। পাশাপাশি অন্যান্য দেশকেও একই কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি।

এর আগে ইসরায়েল ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডাব্লিউএর কিছু কর্মী জড়িত থাকার অভিযোগ করার পর সংস্থাটির জন্য পশ্চিমা দেশগুলোর সহায়তা বন্ধের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেন লুলা।

একই সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনকে ‘একটি পূর্ণ ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিশ্চিতভাবে স্বীকৃতি’ প্রদানসহ সংঘর্ষে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সূত্র : এএফপি

LEAVE A REPLY