প্রতি সিগারেটের ওপর ১০ টাকা শুল্ক আরোপের প্রস্তাব সিপিডির

সংগৃহীত ছবি

সিগারেটের স্তর তুলে দিয়ে প্রতি শলাকার ওপর ১০ টাকা করে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সভায় সিপিডির দুজন রিসার্চ ফেলো আগামী অর্থবছরের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

শুরুতে প্রতিষ্ঠানটির রিসার্চ ফেলো মুনতাসির কামাল তার প্রস্তাবে বলেন, যে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও আইটি বিষয়ক শিক্ষা দেন তাদের ওপর ১৫ শতাংশ কর্পোরেট ইনকাম ট্যাক্স আছে। শিক্ষাকে আমরা আসলে মেরিট পণ্য হিসেবে দেখি। সেটা বিবেচনায় নিয়ে এই ট্যাক্সটাকে ১০ শতাংশে নামিয়ে আনতে পারেন। প্রয়োজনে শর্ত যুক্ত করা যেতে পারে।

চলতি অর্থবছর পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাচুইটি-প্রভিডেন্ট ফান্ড থেকে যে আয় আসে তার ওপর থেকে ১৫ শতাংশ আয়কর বসানোর কথা বলা হয়েছিল। কিন্তু আগামী অর্থবছরে কি হবে সেটা বলা নাই। এই হার কমিয়ে ১৫ থেকে ১০ শতাংশে নিয়ে আসা হোক। এটা একটা দীর্ঘ সময়ের জন্য দেওয়া হোক।

এর ওপর ছাড় দিলে সরাসরি কর্মীরা সুবিধা পাবে, কম্পানি নয়।

এরপর সিপিডির আরেক রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত প্রস্তাব তুলে ধরে বলেন, প্রাইভেট গাড়ির মালিকরা বছরে অগ্রিম আয়কর (এআইটি) ২৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত দিচ্ছেন। এটা দুই ভাগ করার প্রস্তাব করছি। যে গাড়িগুলো হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির ট্যাক্স একই রেখে যে গাড়িগুলো শুধু তেল বা গ্যাসে চলছে সেগুলোতে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত এআইটি বাড়িয়ে দেওয়া। টোব্যাকো কম্পানির কর্পোরেট ইনকাম ট্যাক্স যেটা ৪৫ শতাংশ ও সার চার্চ ২.৫ শতাংশ আছে সেটা বাড়িয়ে যথাক্রমে ৫০ শতাংশ ও ৫ শতাংশ করার প্রস্তাব করছি।

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফিসের ওপর ৫ শতাংশ ভ্যাট আছে, সেটা তুলে নেওয়ার প্রস্তাব করছি। বিদেশে মুদ্রিত বইয়ের ওপর ৭৩.৯৬ শতাংশ মোট ট্যাক্স আছে, এটা তুলে নেওয়ার প্রস্তাব করছি। সিগারেটে চারটি স্তর আছে। নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম। এই স্তরগুলো বাদ দিয়ে একটি একক স্তরের প্রতিটি সিগারেটের ওপর আবগারি শুল্ক ১০ টাকা করা, বিড়ির ক্ষেত্রে ৫টি স্তর আছে। এই স্তর তুলে দিয়ে প্রতিটি বিড়ির ওপর ৩ টাকা আবগারি শুল্ক নির্ধারণ করা। টোব্যাকো পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আছে, এটা বাড়িয়ে ২০ শতাংশ করাসহ আরো বেশ কিছু প্রস্তাব লিখিত আকারে এনবিআরে জমা দেন।

এদিন এসএমই ফাউন্ডেশন, এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড, পিডব্লিউসি, বাংলাদেশ অর্থনীতি সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবের বিষয়ে এনবিআর চেয়ারম্যান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বলে জানান।

LEAVE A REPLY