করণ জোহরের প্রযোজনায় নতুন সিরিজ ‘লাভ স্টোরিয়া’
ভালোবাসা দিবস উপলক্ষে বাস্তব জীবনের ছয়টি সত্যিকারের প্রেমের গল্পকে সিরিজ আকারে নিয়ে এসেছেন নির্মাতা করণ জোহর। ‘লাভ স্টোরিয়া’ শিরোনামের সিরিজটির ট্রেলার মুক্তির পর থেকেই এটি ঘিরে ছিল বেশ উন্মাদনা। তবে করণের প্রযোজনায় নির্মিত হওয়া সিরিজটি মুক্তি পেতে না পেতেই নিষিদ্ধ হয়ে গেল একাধিক দেশে। এই সিরিজের ষষ্ঠ পর্বকে ব্যান করে দিয়েছে একাধিক দেশ।
ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলার প্রতিবেদন অনুসারে, ডকুমেন্টারি এই সিরিজের ষষ্ঠ পর্বটি একাধিক দেশে ব্যান করে দেওয়া হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিসর ও ইউএই। নিষিদ্ধ হওয়া ষষ্ঠ পর্বে দেখানো হয়েছে কলকাতার বাসিন্দা তিস্তা ও দীপনের গল্প, যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন। এই পর্বের নাম ‘লাভ বিয়ন্ড লেবেলস’।
তাঁদের প্রেমের শুরুটা হয় যখন তাঁরা লিঙ্গ পরিবর্তন করতে যান, একটার পর একটা সার্জারি করছেন সেই সময়। মূলত যৌনতার এই প্রেক্ষাপটের কারণেই সৌদিসহ একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সিরিজটির ষষ্ঠ পর্ব ব্যান করে দেওয়া হয়েছে।
করণ জোহর প্রযোজিত লাভ স্টোরিয়ার ছয়টি আলাদা আলাদা গল্প পরিচালনা করেছেন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি কানহা, হার্দিক মেহেতা, সাজিয়া ইকবাল ও বিবেক সোনি। এই ছয়জন পরিচালক ছয়টি বাস্তব জীবনের জুটির গল্পকে তুলে ধরেছেন।
‘লাভ স্টোরিয়া’ ছাড়াও সম্প্রতি করণ জোহর আরো একটি সিরিজের প্রযোজনা করছেন। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমি, মৌনি রায়, মহিমা মাকওয়ানা ও শ্রিয়া শরণের মতো তারকাদের। এ ছাড়াও আগামীতে করণ জোহর প্রযোজিত একাধিক চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। এর মধ্যে আছে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ভিকি কৌশলের মেরে ‘মেহবুব মেরে সানাম’।
এ ছাড়াও সালমান খানের সঙ্গে ‘দ্য বুল’ রয়েছে আলোচনায়।