যেভাবে সমালোচকদের ‘মুখ বন্ধ’ করে দেন হালান্ড

আর্লিং হালান্ড। ছবিঃ সংগৃহীত

গোল করুক কিংবা না করুক; সব সময় আলোচনায় থাকেন আর্লিং হালান্ড। চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরে আগের সেই ছন্দে ছিলেন না ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। তাতে সমালোচনার ঢেউ বয়ে আসছিল তাঁর দিকে। তবে হালান্ড জানেন কীভাবে সমালোচনার জবাব দিতে হয় সে কথাই মনে করিয়ে দিলেন তাঁর কোচ পেপ গার্দিওলা।

গতরাতে হালান্ডের গোলেই ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের আগে সাত ম্যাচে হালান্ডের গোল ছিল মাত্র দুইটি। চোটের আগে ও পরে হালান্ডের পারফরম্যান্স একই কথা বলছিল না। তার উপর আগের ম্যাচে চেলসির বিপক্ষে ৯টি শট নিয়েও গোল করতে পারেননি।

সুবর্ণ সুযোগও নষ্ট করেছেন। এতে সংবাদ মাধ্যমে সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে।

তবে সমালোচকদের এক হাত নিলেন গার্দিওলা। তিনি বলেছেন,’শীর্ষ স্ট্রাইকাররা যারা অনেক গোল করে থাকে তাদের সমালোচনা করবেন না।

এভাবেই তারা মুখ বন্ধ করিয়ে দেবে। আগে হোক বা পরে, সেখানেই থাকবে সে। অবশ্যই আমাকে যদি একজন খেলোয়াড়কে বেছে নিতে হয় তাহলে তাঁকে (হালান্ড) বেছে নেব।’

হালান্ডকে নিয়ে গার্দিওলা আরো বলেছেন,’চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিল সে। ফিরেই সেরা ছন্দ খুঁজে পায়নি এবং কঠিন সপ্তাহ পার করতে হয়েছে তাঁকে কারণ সে তাঁর দাদীকে হারিয়েছে।

একজন মানুষ হিসেবে এটা মোটেও সহজ নয়।’ সাংবাদিকদের নিয়েও সমালোচনা করেছেন গার্দিওলা,’আমি একজন কোচ, আমার জীবন তোমাদের চেয়ে উন্নত।’

ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলের মধ্য দিয়ে নতুন কীর্তি ছুঁয়েছেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে যেসব প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছেন তার সব প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। ২১টি ক্লাবের বিপক্ষেই পেলেন জালের দেখা। এই তালিকায় সবার উপরে বায়ার্ন মিউনিখে খেলা হ্যারি কেইন। সাবেক টটেনহাম তারকা ৩২ দলের বিপক্ষে খেলে সবার বিপক্ষেই করেছেন গোল। 

LEAVE A REPLY