আবাহনীতে খেলবেন জামাল!

জামাল ভুঁইয়া। ফাইল ছবি

আর্জেন্টিনায় জামাল ভুঁইয়ার ক্যারিয়ার তবে আর দীর্ঘায়িত হচ্ছে না। আবারও ফিরছেন বাংলাদেশের লিগে। সূত্র জানিয়েছে, আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর সঙ্গে চুক্তি বাতিল করে ফিরছেন বাংলাদেশে। চলমান লিগের দ্বিতীয় পর্বে খেলতে পারেন আবাহনীর জার্সিতে।

আবাহনী ম্যানেজার নজরুল ইসলাম বলছেন, জামাল নিজেই যোগাযোগ করেছেন আবাহনীর সঙ্গে। তবে চুক্তির বিষয়টি এখনো নিশ্চিত নন তিনি,’জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু চুক্তির বিষয় এখনো নিশ্চিত না। ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা দেখছেন।’ জামালও বলছেন কথা হয়েছে আবাহনীর সঙ্গে,’হ্যাঁ, কথা হয়েছে কিন্তু এর বেশি কিছু না।

‘ আগামী ২৯ মার্চ ঢাকায় ফিরবেন তিনি।

গত বছরের ২১ নভেম্বরের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে আছেন জামাল। আর্জেন্টিনার যে লিগে খেলেন সেখানে এখন চলছে মৌসুমের বিরতি। লাতিন দেশটির তৃতীয় বিভাগ লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী মার্চের শেষ সপ্তাহে।

গত মৌসুমে সোল দে মায়োর জার্সিতে মোট ছয়টি ম্যাচ খেলেছেন জামাল। লিগে চার ম্যাচ খেলে গোল করেছেন দুটি, এই দুই ম্যাচই জিতেছে তার দল। ক্লাবটির সঙ্গে এ বছরের অক্টোবর পর্যন্ত চুক্তি ছিল জামালের। কিন্তু তার আগেই চুক্তি বাতিল করে ফিরছেন বাংলাদেশে।

আগামী ২১ ও ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তার আগে প্রস্তুতি নিতে সৌদি আরবে ১৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। প্রায় চার মাস কোন ম্যাচ না খেলেই জাতীয় হয়ে খেলতে নামবেন জামাল। এ নিয়ে তাই প্রশ্নেরও জন্ম হয়েছে।

LEAVE A REPLY