জায়েদ খান
আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আগের দুবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিয়েছিলেন অভিনেতা জায়েদ খান। তবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন তিনি। ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিকভাবে সম্মতি না থাকায় এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা।
আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান জায়েদ খান। জায়েদ খান বলেন, “এবার আমি নির্বাচন করছি না। দিনশেষে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক এসব মানুষ কম মনে রাখে। কাজটাই মনে রাখে সবাই।
আমার বোন ও ভাইয়েরা মিলে আমাকে হাত ধরে অনুরোধ করেছে এবার যেন নির্বাচনে অংশগ্রহণ না করি। তারা আমাকে বলেছে, ‘তুমি অনেক কাজ করছ, বিদেশে ভ্রমণ করছ, এসব নিয়েই থাকো।’ আমি তো শিল্পীদের সেবা করলাম তিনবার। এখনো করব।
চেয়ারে থেকেই যে করতে হবে তা জরুরি না। আমি আমার পরিবারের দিকে তাকিয়ে নির্বাচন করব না। তাদের কথা রাখা আমার নৈতিক দায়িত্ব। নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। শিল্পীদের যেকোনো প্রয়োজন আমি তাদের পাশে আছি।
”
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। সে সময় বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত ছিল শিল্পী সমিতির এই নির্বাচন। ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। যদিও এই পদ নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সুরাহা এখনো হয়নি, তবে তার আগেই শেষ হতে যাচ্ছে বর্তমান কমিটির মেয়াদ।