বিদ্যা বালান
ইদানিং একের পর এক সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন তারকারা। তারকাদের ভুয়া ছবি, ভিডিও কিংবা তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে একাধিক চক্র। এবার সেই খপ্পড়ে পড়লেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও। আর সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হলেন তিনি।
ইনস্টাগ্রাম অভিনেত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অভিযোগ পত্রে মুম্বাই পুলিশকে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর নামে একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করা হয়েছে। এরপর ওই অভিযুক্ত ব্যক্তি চাকরির আশ্বাস দিয়ে লোকদের কাছে টাকা চাইছিল।
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, অভিনেত্রী অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে যে ইনস্টা আইডি তৈরি করেছিলেন তার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লোকদের সঙ্গে প্রতারণা করেছিলেন। খার পুলিশ আইটি আইনের ৬৬(এ) ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে।
সম্প্রতি ভক্তদের সুসংবাদ দিয়েছেন বিদ্যা। তাঁর জনপ্রিয় চলচ্চিত্র ভুল ভুলাইয়ার তৃতীয় কিস্তিতে ফের মঞ্জুলিকা হয়ে পর্দায় আসছেন তিনি।
কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছেন যে সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে থাকছেন বিদ্যা। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, খুব শিগগিরই ‘ভুলভুলাইয়া ৩’-এ শুটিং শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে, কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে এই সিনেমার। এমনকী, ‘ভুলভুলাইয়া ৩’ -এ দেখা যেতে পারে টলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে সুপারহিট হয়।
দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের পরিবর্তে দেখা গেছে কার্তিক আরিয়ান ও টাবুকে। সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। ‘ভুল ভুলাইয়া ৩’ প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং পরিচালনা করবেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলিতে হরর-কমেডি চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।