বেইলি রোড ট্র্যাজেডিতে এক মিনিটের নীরবতা পালন করবে বিপিএল

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে গতকাল রাতে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিক্যালে দুজন ভর্তি রয়েছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এই ঘটনায় নিহতদের জন্য শোক জানিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোকবার্তা দিয়েছে। সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালের আগে বেইলি রোড ট্র্যাজেডির জন্য এক মিনিটের নীরবতা পালন করা হবে।

বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান জানিয়েছেন, খেলা শুরুর ১০ মিনিট আগে-অর্থাৎ ৬টা ২০ থেকে ৬টা ২১ মিনিট পর্যন্ত এক মিনিটের নীরবতা পালন করা হবে।

যেখানে অংশ নেবেন খেলোয়াড়, সাপোর্টস্টাফ, ম্যাচ অফিশিয়ালস, দর্শকসহ মাঠে উপস্থিত সবাই।

গোটা টুর্নামেন্টে প্রতিটি দল কালো আর্মব্যান্ড পরে খেলছে, ফেব্রুয়ারি মাস শেষ হলেও আজ ফাইনালের দুই দলের খেলোয়াড়দের হাতে কালো বাহুবন্ধনী থাকবে।

LEAVE A REPLY