দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক, গ্রেফতার বাংলাদেশি

ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোয় নজরুল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু তাদের খবরে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, কলকাতাগামী একটি ফ্লাইটে বিস্ফোরক আছে দাবি করে দিল্লি বিমানবন্দরে প্রতারণামূলক ই-মেইল পাঠানোর অভিযোগে নজরুলকে রোববার গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে কলকাতাগামী ওই ফ্লাইটটি যেন বাতিল করা হয় সে লক্ষ্যেই বিমানবন্দরে ই-মেইলটি পাঠিয়েছিলেন নজরুল।

মূলত নজরুল তার আসল পরিচয় প্রকাশ না করে সোনিয়া নামের নারীকে বিয়ে করেন। নজরুল একেকবার একেক অজুহাতে তাকে যুক্তরাষ্ট্রে নিতে না চাওয়ার পর সোনিয়ার সন্দেহ হয়। সোনিয়া তার ভাইকে ফ্লাইটে করে দিল্লি থেকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতায় এসে নজরুলে সঙ্গে ২৭ ফেব্র“য়ারি তার দেখা করার কথা ছিল। কিন্তু শ্যালকের কাছে তিনি ধরা পড়তে পারেন এই ভয়ে কলকাতাগামী যে ফ্লাইটে তার শ্যালক উঠতে চলেছেন সেই ফ্লাইট সম্পর্কে নজরুল দিল্লির বিমানবন্দরে ই-মেইল পাঠান।

LEAVE A REPLY