বিশ্বকাপ মূল্যায়নের প্রতিবেদন ‘জনসম্মুখে’ চান মাহমুদ

আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি খালেদ মাহমুদ

এক বিশ্বকাপের পর আরেক বিশ্বকাপের সাইরেন বেজেছে, তবে এখনো জানা যায়নি আগের বিশ্বকাপ ব্যর্থতার কারণ। যদিও আনুষ্ঠানিকভাবে এটাকে বিশ্বকাপ ব্যর্থতার কারণ বলতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেতাবি নাম দেওয়া হয়েছে, বিশ্বকাপ মূল্যায়ন। সেই মূল্যায়ন এখনো খোলসা করেনি তিন সদস্যের কমিটি।

যদিও জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বোর্ড সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসানের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ছদ্মনামে’ করা বিশ্বকাপ ব্যর্থতার ফিরিস্তি।

নাম প্রকাশ না করা এক সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি জাতীয় দৈনিক লিখেছে, বিশ্বকাপ দলের সঙ্গে থাকা দুজন বোর্ড পরিচালকের বিপক্ষে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন ক্রিকেটাররা। যাঁরা দলের ভেতর প্রভাব ফেলেছেন। যা অস্বস্তিতে ফেলেছে মূল্যায়ন কমিটিকে।

নাম প্রকাশ না করলেও সেই দুই পরিচালকের একজন যে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ, সেটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

তাঁকে নিয়ে এমন মন্তব্য পছন্দ হয়নি মাহমুদের। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘তদন্ত রিপোর্টটা তো বিসিবি প্রকাশ করেনি। কোথা থেকে খবরটা আসে? বিসিবি নিশ্চয়ই দেবে কী কারণ।

তারপর বোঝা যাবে কী সত্যি, কী মিথ্যা। কিন্তু আমার মনে হয় যেটাই রিপোর্টে এসেছে, জনসম্মুখে আনা উচিত। সেটা জনসম্মুখে আনলে ভালো। কারণ যদি আমাদের কোনো সমস্যা থাকে, সেটার সমাধান হবে।’

বোর্ড সেটা জনসম্মুখে না আনলেও নিজেরা বসে সমাধান করবেন মাহমুদ, ‘বোর্ড মনে করে এটা জনসম্মুখে আনা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে, সেটাও হতে পারে।

কারো হস্তক্ষেপ দল খারাপ করতে পারে, এটা মনে করেন না মাহমুদ, ‘এটা দলীয় খেলা, একক কারোর কারণে কিছু হতে পারে বিশ্বাস করি না। পরিকল্পনার সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি না কোনো ব্যক্তির কারণে ম্যাচ হেরে যাবে বা জিতে যাবে! হ্যাঁ, অনেকেই ম্যাচ জেতায়, কিন্তু আমার মনে হয় খেলা তো মাঠে হয়। বাইরে থেকে তো আপনি এসব নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আসলে এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না।’

LEAVE A REPLY