তানিয়া বৃষ্টি
বেশ কয়েক বছর ধরেই ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কখনো মোশাররফ করিমের বিপরীতে, কখনো নিলয় আলমগীর, এমনকি এই সময়ের অভিনেতা আরশ খানের সঙ্গে সহজেই মানিয়ে যান তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন। স্বাভাবিকভাবেই জন্মদিনটা আনন্দের সঙ্গে কাটাচ্ছেন তিনি।
এক ফাঁকে কালের কণ্ঠকে জানালেন কী কী উপহার পেলেন এবারের জন্মদিনে। জানান অনেক উপহারই পেয়েছেন। তবে আলাদা করে শাড়ি ও আইফোন পেয়ে আপ্লুত তিনি। বলেন, ‘এই দুটো উপহার সত্যি খুব ভালো লেগেছে।
তবে এই দুটি উপহার কে দিয়েছেন সেটা আমি বলতে চাইছি না।’
এদিকে জন্মদিনের রাতটা কেটেছে শুটিংয়ে। একটি এক ঘণ্টার নাটকের শুটিং করেছেন তিনি। শুটিং শেষে সেখানে তাঁকে উইশ করেছেন আরশ খান।
তবে সেই উইশটা অন্য রকম। বেশ সাজানো-গোছানো একটা জন্মদিনের আয়োজন। পেছনে লেখা হ্যাপি বার্থডে। পাশে বড় হরফে লেখা ৩০। সেই লেখার পাশে গিয়ে ত্রিশের শূন্যকে ঢেকে দিয়ে বসেন তানিয়া বৃষ্টি।
তারপর তানিয়া বৃষ্টিকে বলতে শোনা যায়, হ্যাপি থার্ড অ্যানিভার্সারি। এ সময় একটা হাত এসে বৃষ্টির থুতনিতে আদর করে দিয়ে যায়। ২২ সেকেন্ডের এই ভিডিও ঘিরে অনেকের মনে প্রশ্ন, বয়স ৩০ হলেও কিসের থার্ড অ্যানির্ভাসারির কথা বলছেন বৃষ্টি?

অবশ্য সেই ভিডিওর ক্যাপশনে আরশ লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কমরেড, আই লাভ ইউ।’ তারপর ২০২২ সাল থেকে ২০২৪ সাল মেনশন করে একই তারিখ ও মাস দেওয়া। তারপর লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘মোর টু গো, লাইফ ইজ অ্যাডভেঞ্চারাস উইথ ইউ।’
সেই ভিডিওর কথা উল্লেখ করে বৃষ্টির কাছে জানতে চাওয়া হয়, আরশ আর তাঁর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক চলছে কি না?
বৃষ্টি অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ‘নো কমেন্টস’ বলে হেসে ফোন রেখে দেন। জানান, পরিবার নিয়ে বাইরে খেতে যাচ্ছেন। আপাতত এ বিষয়ে কথা তোলা থাক।