কী হয়েছিল অশ্বিনের মায়ের, জানালেন স্ত্রী প্রীতি

রাজকোট টেস্টের দ্বিতীয় দিন হঠাৎ করেই চেন্নাই ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বিসিসিআইয়ের পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছিল ‘ফ্যামিলি ইমার্জেন্সি’। ভারতীয় বোর্ডের সহ-সচিব রাজিব শুক্লা সামাজিক মাধ্যমে অশ্বিনের মায়ের সুস্থতা কামনা করতে গিয়ে এক্সে যে স্ট্যাটাস দিয়েছিলেন তাতে ‘ফ্যামিলি ইমার্জেন্সি’ সম্পর্কেও সবার জানা হয়ে গিয়েছিল। 

মায়ের অসুস্থতা কিংবা টেস্টের মাঝপথে বাড়ি ফিরে যাওয়া নিয়ে ভারতীয় স্পিনার কিছু বলেননি, এ নিয়ে এতদিন পর কথা বলেছেন অশ্বিনের স্ত্রী প্রীতি অশ্বিন।

আসলে হঠাৎ করেই পড়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের মা। হাসপাতালে নিতে হয়েছিল তাকে। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লেখা এক কলামে প্রীতি লিখেছেন, রাজকোট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফেরার পাঁচ মিনিটের মধ্যে ৫০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রেখেছিল অশ্বিন। তারপরই আমরা সবাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। শুভেচ্ছা-অভিনন্দন বার্তার জবাব দিচ্ছিলাম।

এরই মধ্যে অশ্বিনের মায়ের চিৎকার শুনতে পান প্রীতি। তার ভাষায়- আমি মায়ের আর্তনাদ শুনতে পাই। তিনি পড়ে গিয়েছিলেন। দ্রুতই আমাদের হাসপাতালে যেতে হয়েছিল। সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম ঘটনাটা অশ্বিনকে এখন জানাব না। চেন্নাই ও রাজকোটের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, সেই কারণেই তাকে না জানানোর সিদ্ধান্ত। কিন্তু শেষ পর্যন্ত জানাতেই হয় অশ্বিনকে। আর এক্ষেত্রে তাকে সহায়তা করেছেন চেতেশ্বর পূজারা। 

প্রীতি বলেন, আমি তখন চেতেশ্বর পূজারা ও তার পরিবারকে ফোন করি। অনেক সহায়তা করে তারা। আমরা একটা রাস্তা বের করার পরই অশ্বিনকে ফোন করে জানাই ঘটনা। কারণ চিকিৎসকেরা স্ক্যান করার পর বলেছিলেন ওনার ছেলে ওনার পাশে থাকলে ভালো হয়। ঘটনা শোনার পর ফোনে সে ভেঙে পড়েছিল। নিজেকে সামলে নিয়ে আমাকে আবার ফোন দিতে ২০-২৫ মিনিট সময় লেগে গিয়েছিল তার।

মায়ের কাছে দ্রুত ফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রীতি অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় দলের সব সদস্য ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।

LEAVE A REPLY