ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ালেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। মাত্র দুটি রিপাবলিকান প্রাইমারিতে জিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন নিকি হ্যালি।
নিকি ছিটকে পড়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে বাইডেনের মুখোমুখি হওয়ারও পথ সুগম হচ্ছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে নিকি বলেন, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে। আমাদের দল এবং এর বাইরে যারা সমর্থন করেনি, তাদের ভোট পাওয়া এখন ট্রাম্পের ওপরই নির্ভর করছে।
মনোনয়ন দৌড়ে নেমে সুবিধা করতে পারেননি নিকি হ্যালি। জনপ্রিয়তা থাকার পরও সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প তাকে হারিয়েছেন।
তিনি সেখানকার সাবেক গভর্নর ছিলেন।
সূত্র : বিবিসি