ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি বলেছেন, ২০১৯ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
কথায় কথায় জানালেন নতুন প্রেমিকা অভিনয়শিল্পী লেখা ওয়াশিংটনের সঙ্গে ডেট করার বিষয়েও। সম্পর্ক নিয়ে এই প্রথম খোলাখুলি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন ইমরান।
ভোগ ইন্ডিয়াকে ইমরান বলেন, লেখা ওয়াশিংটনের সঙ্গে আমার রোমান্টিক সম্পর্ক থাকার গুঞ্জনটি সত্যি। আমি ডিভোর্সড এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই ছাড়াছাড়ি হয়ে গেছে। গুজব আছে, লেখা ঘর ভেঙেছে। লকডাউনের সময় লেখা আর আমি কাছাকাছি আসি। তারও দেড় বছর আগে অবন্তিকার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আর আগের সঙ্গীর সঙ্গে তার এক বছর আগে লেখার ছাড়াছাড়ি হয়ে গেছে; তিনি ওর স্বামীও ছিলেন না।
২০১১ সালে অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। তাদের একটি মেয়ে আছে। ২০১৯ সালেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ওঠে, কিন্তু দুজনের কেউই এ নিয়ে মন্তব্য করেননি। ওই সময় অবশ্য অবন্তিকার মা এ গুঞ্জনকে উড়িয়েই দিয়েছিলেন।
দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা ইমরানকে অনেক দিন ধরেই ক্যামেরার সামনে দেখতে চান ভক্ত-অনুরাগীরা। তাদের দাবির মুখে ইমরান এখন চিত্রনাট্য পড়ছেন, ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ইমরান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ক্যামেরার সামনে ফিরবেন একদম নিজের মতো করে।