সাধারণত অল্প রানের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ। যার কারণে নিয়মিতই দেশের বাইরে বোলার এবং ব্যাটারদের ভুগতে দেখা যায়। কোনো সময় বোলাররা লাইন-লেংথ হারিয়ে দিশেহারা হয়ে যান তো ব্যাটাররা বড় স্কোরের সেই চাপ নিতে পারেন না।
বড় স্কোরের উইকেটে খেলার অন্যভস্ততা যে এই অবস্থার বড় কারণ, বলার অপেক্ষা রাখে না।
বড় রানের উইকেটে খেলে তাই এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা জানালেন হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারনী শেষ টি-টোয়েন্টি সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে ডেথ ওভারে বোলাররা বেশি রান দেওয়া নিয়ে চিন্তিত কি না এমন এক প্রশ্নে হাতুরাসিংহে বলেছেন, ‘অবাক হওয়ার কিছু নেই। কী করতে হবে সেটা আমরা জানি। আমরা এটা নিয়ে কাজ করছি।
একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ধরণের উইকেটে খেলছি। বিশেষ করে এই সিরিজে। এখানে (সিলেট) বাউন্স আছে, ক্যারি আছে। আমরা বড় রানের উইকেটে খেলতে চাই।
কারণ আমরা নিজেদের বুঝতে চাই যে বোলিংয়ে কোথায় কোথায় আমাদের উন্নতি আনতে হবে।’
এটা ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তনের সঙ্গেও জড়িয়ে আছে বলে জানিয়েছেন হাতুরাসিংহে, ‘এটা মানসিকতার পরিবর্তনও। আপনি যদি দেখেন, কোনো উইকেটে ১৫০ স্কোর ম্যাচ জয়ের জন্য যথেষ্ট, তাহলে আপনি নির্দিষ্ট কিছু জায়গায় বোলিং করবেন। কিন্তু এ ধরণের (ব্যাটিং বান্ধব) উইকেটে আপনি যখন বোলিং করতে যাবেন, ওভারে ৮ রান অনেক ভালো। গত ম্যাচে আপনারা দেখেছেন ১৬০ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এমনকি পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানোর পরও প্রথম ম্যাচে আমরা ২০০ রান প্রায় তাড়া করে ফেলেছিলাম। আমরা এসব ব্যাপারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমি খুবই খুশি।’