অঞ্জন বিষ্ঠা। ছবি : সংগৃহীত
বছর দেড়েক আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। কাঠমাণ্ডুতে সেই ম্যাচে একজন ফরোয়ার্ড সব আলো কেড়ে নিয়েছিলেন। তিনি অঞ্জন বিষ্টা। বাংলাদেশের রক্ষণ গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিক করেছিলেন নেপালের এই ফুটবলার।
সেই অঞ্জন বিষ্টাকেই এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এই ফুটবলার খেলবেন ফর্টিস এফসির জার্সিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ম্যানেজার রাশেদুল ইসলাম।
২০১৪ সাল থেকে নেপাল জাতীয় দলের হয়ে খেলছেন বিষ্টা।
নেপালের হয়ে ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে ভারতের আই লিগে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। গত বছর মুম্বাই কেনক্রে ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। এ ছাড়া নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে জাপা এফসি ছাড়াও নেপালের শীর্ষ মানাং মারশায়াংদির হয়ে খেলেছেন বিষ্টা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ফর্টিস। অঞ্জন বিষ্টা যোগ হওয়ায় ফর্টিসে এখন পাঁচ বিদেশি ফুটবলার। দলে থাকা দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও পা ওমর সারের সঙ্গে ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরি গ্রিশিন আক্রমণ দারুণ কার্যকর ভূমিকা রেখেছেন প্রথম পর্বে। বিষ্টার সংযোজনে দলটির আক্রমণভাগে শক্তি যে আরো বাড়ল, তা বলাই যায়।