পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী শহরের ব্যস্ত বোর্ড বাজার এলাকায় স্থানীয় সময় আজ রবিবার সকালে  বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরক একটি মোটরসাইকেলে লাগানো ছিল, তবে কর্মকর্তারা এখনো এটি নিশ্চিত করতে পারেননি। বিস্ফোরণের ধরন নির্ণয় করতে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে খাইবার পাখতুনখোয়া (কেপি) রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ লিখেছেন, ‘বিস্ফোরণটি প্রাদেশিক রাজধানী পেশোয়ারের নাসিরবাগ রোডে ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে।

’ তিনি আরো বলেন, ‘দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) অপারেশনস কাশিফ আফতাব আব্বাসি নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোটরসাইকেলে লাগানো বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটেছে।’ আব্বাসি সাংবাদিকদের বলেন, ‘আমাদের বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং তদন্তকারী কর্মকর্তারা বিস্ফোরণের স্থান পরিদর্শন করছেন।

তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে আমরা আপনাদের বিস্তারিত জানাব।’ বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। 

নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০০৭ সাল থেকে দেশের নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা জঙ্গিদের মোকাবেলায় সাম্প্রতিক সময়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি নিরাপত্তা অভিযান চালিয়েছে। 

গত শনিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশের উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় অধ্যুসিত জেলায় দুটি পৃথক অভিযান চালিয়ে ১০ জঙ্গিকে হত্যা করেছে এবং আরো তিনজনকে আহত করেছে।

সূত্র : আলজাজিরা, আরব নিউজ

LEAVE A REPLY