সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা সোমবার

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। রবিবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়। 

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়।

এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। 

হিজরি সন অনুযায়ী রমজান নবমতম মাস।

পবিত্র রমজান মাসে মুসল্লিরা কঠোর নিয়ম-কানুন মেনে চলেন। এ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এ মাসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন থাকেন এবং তারাবির নামাজ আদায় করেন। এ ছাড়া বেশি বেশি দান করেন।

চাঁদ দেখা না যাওয়ায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

LEAVE A REPLY