২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ে নিয়ে সেই সময় বলিউডে ব্যাপক আলোচনা হলেও পুরো সময়েই নিজেদের সংবাদমাধ্যমের কাছ থেকে সরিয়ে রেখেছিলেন এই জুটি। বিয়ের পরপরই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ক্যাটরিনা-ভিকি। এই অভিনেত্রীর পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট। নানা সময় তাকে মাঠে খেলা উপভোগ করতে দেখা গিয়েছে। মঙ্গলবার তিনি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া একটি ক্রিকেট ম্যাচ দেখতে হাজির হন। সেখানে তাকে বেজায় খোশমেজাজে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ম্যাচে ক্যাটরিনার একাধিক ক্লিপ।
মাঝে শোনা গিয়েছিল ক্যাটরিনা কাইফ নাকি মা হতে চলেছেন। কিছুদিন ধরেই এ গুজব শোনা যাচ্ছিল। এবার তাতে নিজেই পানি ঢাললেন অভিনেত্রী। মা হওয়ার গুঞ্জনকে নস্যাৎ করে স্পোর্টি অবতারে ধরা দিলেন ক্রিকেট ম্যাচে। এদিন অভিনেত্রী তার দলকে সমর্থন করতে দলের একটি জার্সির সঙ্গে জিন্স পরে এসেছিলেন।
এ দিনের ম্যাচে ক্যাটরিনা কাইফ ভিআইপি বক্সে বসেছিলেন। সেখান থেকেই তিনি ম্যাচ উপভোগ করেন। ওখান থেকেই তিনি ভক্তদের সঙ্গে কথা বলেন, দাবি মেনে তাদের সঙ্গে সেলফি তোলেন। অনেকেই সেখানে তাকে তার নাম ধরেও ডাকতে থাকেন। ভক্তদের ডাকে সাড়া দিয়ে হেসে উত্তর দেন তিনি। হাত নাড়েন তাদের উদ্দেশ্যে।
এদিন ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে- অভিনেত্রী এক ভক্তের ফোন নিয়ে নিজেই সেলফি তুলছেন। কখনো আবার ভিআইপি বক্স থেকে ঝুঁকে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে।
ক্যাটরিনা কাইফকে শেষবার মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সঙ্গে। সদ্যই সেই ছবিটি ওয়েবমাধ্যমে মুক্তি পেয়েছে। বর্তমানে অনলাইনে সেই ছবির ভিউজ এখন হুহু করে বেড়েই চলেছে।
ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের ২০২১ সালে বিয়ে হয়েছে। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন; কিন্তু মাঝে যে শোনা গিয়েছিল তাদের সন্তান আসছে সেটা ঠিক নয়। বরং জল্পনা।