শিপন মিত্র
অভিনেতা শিপন মিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা হিসেবে। তিনি রবি, অ্যাপেক্সসহ বেশ কয়েকটি নামি ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছিলেন। করেছেন মিউজিক ভিডিও নির্মাণও। ইমরান মাহমুদুলের ‘আরাধনা’, ‘মানে না মন’, পড়শীর ‘বড় একা’ এমনকি শুভমিতা ও রিজভির গাওয়া ‘চোখের পলকে’র মতো জনপ্রিয় গানচিত্রগুলোও তাঁর তৈরি করা।
২০১৪ সালে ‘দেশা—দ্য লিডার’ ছবিতে অভিনয়ের পর আর নির্মাণে নাক গলাননি তিনি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। তবে ১০ বছর পর সম্প্রতি আবার নির্মাণে ফিরেছেন। একসঙ্গে তিনটি পণ্যের বিজ্ঞাপনচিত্র তৈরি করেছেন নিজের প্রতিষ্ঠান ব্ল্যাক পেপারের ব্যানারে।
শিপন বলেন, ‘এখন থেকে আবার নিয়মিত নির্মাণের সঙ্গে থাকব। অভিনয়ের পাশাপাশি এটাও আমার পেশা।’