চঞ্চল চৌধুরী।
‘হাওয়া’ সিনেমায় ব্যবহার হওয়া ‘সাদা সাদা কালা কালা’ গানের মাধ্যমে নতুন করে সামনে আসেন গীতিকার হাশিম মাহমুদ। শুরু হয় তাকে নিয়ে হৈ চৈ। গানের পাশাপাশি ছবিও পায় বানিজ্যিক সফলতা। তারপর থেকেই হাশিম মাহমুদের গান আসে আলোচনায়।
সাদা সাদা কালা কালা ছাড়াও তার লেখা ও সুর করা গানগুলো গাইতে থাকেন অনেকেই।
এবার তার লেখা ও সুর করা ‘বাজি’ গানটি গাইলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গানটি গেয়ে সঙ্গে জুড়ে দিয়েছেন ভিডিও। ভিডিওটির বেশিরভাগ অংশও তার শুটিং করা।
তবে আংশিক ভিডিও ধারন করেছেন তাহসিন।
গতকাল গানটি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন চঞ্চল। সেখানে তিনি লিখেছেন, ‘অনেকদিন আগে বিনোদের স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটা পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম।
আজ সবার জন্য পোস্ট করলাম। হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রানে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি। আমাদের প্রিয় হাশিম ভাই।’
চঞ্চল জানান, গানটির নতুন করে সুর ও সংগীত করেছেন বিনোদ রায়।
গানটি আপলোডের পর অর্ধলক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি শেয়ার করেছেন প্রায় সাড়ে তিনশর বেশি। গানটি নিয়ে মন্তব্য এসেছে কম নয়।
এর আগেও চঞ্চলের গান শুনেছেন ভক্তরা। তার গাওয়া ‘সর্বত মঙ্গলও রাধে’ গানটিও পছন্দ করেছেন ভক্তরা।